Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন

এক নজরে ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ

 

নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছাত্র-পাঁজরভাঙ্গা রোডের তেঁতুলতলী নামক স্থানের পূর্ব দিকে অবস্থিত কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ কাঁশোপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

(ক) নামঃ ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ ।

(খ) আয়তনঃ ২২.১৩০ বর্গ কিঃ মিঃ।

(গ) লোকসংখ্যাঃ ২৭,২৭৮ প্রায় ।

(ঘ) গ্রামের সংখ্যাঃ ২২ টি ।

(ঙ) মৌজার সংখ্যা ২২ টি ।

(চ) হাট বাজারঃ ২ টি ।

 

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের ব্যবস্থাঃ

মান্দা উপজেলা সদর থেকে প্রায় ‌১৫ কিঃ মিঃ পূর্বে পাকা রাস্তা দিয়ে অটো, ভ্যান, রিক্সা ও বাস যোগে চলাচল করা হয়।

 

(জ) শিক্ষা প্রতিষ্ঠানঃ

             সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি  

             বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৬ টি

             উচ্চ বিদ্যালয়ঃ ২ টি

            

             দাখিল মাদ্রাসাঃ ২ টি

             এবতেদায়ী মাদ্রাসাঃ ৩ টি

             হাফেজীয়া মাদ্রাসাঃ ২ টি

        এতিমখানাঃ ১ টি

 

(ঝ) গুরুত্ব পূর্ন ধর্মীয় স্থানঃ নাই

(ঞ) ঐতিহাসিক/পর্যটক - নাই

(ট) ভবন স্থাপন কাল  ২০০৬/২০০৭

(ঠ) নবগঠিত পরিষদের বিবরনঃ

    ১.শপথগ্রহনের তারিখ ১৭-০৮-২০১১

    ২.প্রথম সভার তারিখ-১৮-০৮-২০১১

    ৩.মেয়াদ উর্ত্তীনের তারিখ ১৭-০৮-২০১৬

 

(ড) ওয়ার্ড নং সহ, গ্রাম সমুহের নাম ও গ্রামের সংখ্যাঃ

    ১. জাফরাবাদ, চকসিতারাম- ১

    ২. চকগোপাল, চকভবানী, ইলশাগাড়ী- ২

    ৩. বাঁশবাড়িয়া, নিজকুলিহার-৩

    ৪. পারকুলিহার, কাঁশোপাড়া-৪

    ৫. কৈবর্ত্তপাড়া, রাঙ্গামাটিয়া- ৫

    ৬. তুলশিরামপুর, চকরামানন্দ, ছোট চকচম্পক, বড় চকচম্পক- ৬

    ৭. শুকটীবাদাল, নাপিতপাড়া-৭

    ৮. চকউলী, গংগারামপুর, পাইকপাড়া- ৮

    ৯. কাঠের ডাংগা, ভরট্র কাঠের ডাংগা- ৯

 

 

নির্বাচিত পরিষদ সদস্য-১৪ জন

ইউনিয়ন পরিষদ সচিব-১ জন

ইউনিয়ন গ্রাম পুলিশ-১০ জন

নির্বাচিত পরিষদের চেয়ারম্যান-১ জন,

নির্বাচিত পরিষদের সদস্য-১২ জন,

নির্বাচিত পরিষদের সচিব-১ জন,

নির্বাচিত পরিষদের গ্রাম পুলিশ- ৮ জন

 

দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ ইয়াদ আলী মন্ডল